Sunday, September 10, 2017

দেবী দূর্গা

  দেবী দূর্গা 

সনাতন শাস্ত্রে ‘দূর্গা’ নামটির ব্যাখ্যা নিম্নোক্তরূপে প্রদত্ত হয়েছেঃ
.
🍃দৈত্যনাশার্থবচনো দকারঃ পরিকীর্তিতঃ।
উকারো বিঘ্ননাশস্য বাচকো বেদসম্মত।।
রেফো রোগঘ্নবচনো গশ্চ পাপঘ্নবাচকঃ।
ভয়শত্রুঘ্নবচনশ্চাকারঃ পরিকীর্তিত।।🍃
.
এখানে, ‘দ’ অক্ষর দৈত্যনাশক, উ-কার বিঘ্ননাশক, ‘রেফ’ রোগনাশক, ‘গ’ অক্ষর পাপনাশক ও অ-কার ভয়-শত্রুনাশক। অর্থাৎ, দৈত্য, বিঘ্ন, রোগ, পাপ ও ভয়-শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন, তিনিই দুর্গা।
.
অন্যদিকে শব্দকল্পদ্রুম অনুসারে,
.
“দুর্গং নাশয়তি যা নিত্যং সা দুর্গা বা প্রকীর্তিতা”
অর্থাৎ, দুর্গ নামক অসুরকে যিনি বধ করেন তিনিই নিত্য দুর্গা নামে অভিহিতা।
.
আবার শ্রীশ্রীচণ্ডী অনুসারে এই দেবীই ‘নিঃশেষদেবগণশক্তিসমূহমূর্ত্যাঃ’ বা সকল দেবতার সম্মিলিত শক্তির প্রতিমূর্তি।
.
ভাল লাগলে শেয়ার করবেন ।
.
জয় মা দুর্গতিনাশিনী

1 comment:

  1. যে ভাবে কৃষ্ণ নাম (মালা) জপ করবেন
    হাতের তালুতে দু-এক ফোঁটা জল নিয়ে ‘ওঁ বিষ্ণু’ মন্ত্রে পান করবেন। মোট তিন বার এইভাবে জল পান করতে হবে। তারপর করজোড়ে বলবেন—
    ওঁ তদ্বিষ্ণোঃ পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ঃ দিবীব চক্ষুরাততম্।
    ওঁ অপবিত্রঃ পবিত্রো বা সর্বাবস্থাং গতোঽপি বা।
    যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তরঃ শুচিঃ।।
    ‘ওঁ বিষ্ণু’‘ওঁ বিষ্ণু’‘ওঁ বিষ্ণু’
    ....
    মস্তকে তুলসী রেখে বলবেন :
    নমঃ তুলসী দর্শনে পুণ্য
    স্পর্শনে পাপ নাশন
    স্মরণে তির্থানি
    ভক্তিমে মুক্তি লক্ষণ নমঃ
    .......
    গুরু প্রনামঃ
    ঔঁ অখণ্ডমণ্ডালাকারং ব্যাপ্তং যেন চরাচরম্।
    তৎপদং দশি‘তং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।১
    অঞ্জানতিমিরান্ধস্য ঞ্জানাঞ্জন শলাকায়া।
    চক্ষু রুল্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।২. গুরু ব্রক্ষা
    গুরু বিষ্ণু গুরুদেবো মহেশ্বরঃ। গুরুঃ সাক্ষাৎ পরং ব্রক্ষ
    তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।
    ....
    শ্রী কৃষ্ণ প্রনামঃ
    হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে।
    গোপেশ গোপীকা কান্ত রাধা কান্ত নমহঃস্তুতে ।।
    ....
    শ্রী রাধারানী প্রণামঃ
    তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী।
    বৃষভানু সূতে দেবী প্রণমামি হরি-প্রিয়ে।।
    ....
    মালা জপ আরম্ভের মন্ত্রঃ-
    অবিঘ্ন করু মালে, ত্বং হরি নাম-জপেষু চ।
    শ্রীরাধা কৃষ্ণয়োর্দাস্যং দেহি মালে, তু প্রার্থয়ে।।
    অর্থঃ- হে মালে তোমাতে হরি নাম জপ করিতেছি আমার সর্ব্ব বিঘ্ন দূরকর এবং শ্রীরাধা কৃষ্ণের দাস্য দান কর, এই প্রার্থনা করিতেছি।
    ....
    মন্ত্র জপ ১০৮ বার
    হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।।
    .....
    মালা জপান্তে নিন্মরুপ জপ সমর্পণ করিতে হয়ঃ-
    গুহাতিগুহ গোপ্তা ত্বং গৃহাণাস্মং কৃতং জপং ।
    সিদ্বি ভবতু-মে দেব ত্বৎ প্রসাদাৎ জনার্দ্দন।।
    অর্থঃ হে পরম দেব, পরম অভিষ্্‌ পরমপ্রিয় শ্রীকৃষ্ণ তুমি গুহ্য ও অতি গুহ্য বস্তুকে রক্ষা কর। অতএব আমার এই নাম জপ তুমি গ্রহন কর। হে দেব তোমার প্রসাদে আমার সর্বসিন্ধ লাভ।
    ....
    গীতায় স্মরণীয় নামগুলি জপ করিবেনঃ
    ঔঁ গঙ্গা, গীতা, সাবিত্রী,সীতা, সত্ত্বা, পতিব্রতা,
    ব্রহ্মবলি, ব্রহ্মবিদ্যা,ত্রিসন্ধ্যা, মুক্তি-গেহেনী,
    অর্ধমাত্রা, চিদানন্দা,ভবঘ্নী, ভ্রান্তী নাশিনী,
    বেদত্রয়ী, পরানন্দা,তত্ত্বার্থ, জ্ঞানমঞ্জরী।।
    ....
    সব শেষে ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রাথনা :
    পাপহং পাপকর্মাহং পাপাত্মাহ পাপসম্ভবো
    ত্রাহিমাং পুন্ডরিকাক্ষং সর্ব পাপ হর হরি।।
    ভালো লাগলে শেয়ার করবেন। ভুল ত্রুটি ক্ষমা করবেন , নিতাই গৌর হরিবল।।

    ReplyDelete

Featured post

মন্ত্র- কি ?

"মননাৎ ত্রায়তে যস্মাৎ তস্মাৎ মন্ত্র উদাহৃতঃ।" যাহার মননের দ্বারা, চিন্তার দ্বারা, ধ্যানের দ্বারা সংসার-সাগর হইতে উর্ত্তীর্ণ হওয়া য...

Popular