Saturday, January 5, 2019
শ্রী শ্রী লোকনাথ বাবার কিছু অমৃত বাণী
১.ওরে তোরা শোন--তোদের সংসার ত্যাগ করে সন্ন্যাসী হতে হবে না।তোরা যদি গৃহস্হাশ্রম অবলম্বন করে নানা পূণ্য কর্মানুষ্ঠান করিস তাহলেই তোদের যর্থাথ তপোনুষ্ঠান করা হবে।"
২.অতি কঠোর বাক্যে অন্যের মর্ম,অস্হি,হৃদয় ও প্রাণ পর্যন্ত দগ্ধ করে।তাই অতি কঠোর ও মর্মভেদী বাক্য বলিস না।"
৩.ঈশ্বরের সৃষ্ট সকল জীবের জগতের সকল জিনিসের উপর সমান অধিকার রয়েছে। সেই অধিকার তোরা কেউ কাউকে যদি বঞ্চিত করিস,তাহলে তা হবে ঘোরতর অন্যায়। তা হবে অধার্মিকের অজ্ঞানের কাজ।
কমেন্টে অবশ্যই লিখবেন ? (জয় বাবা লোকনাথ)
👉 সবাইকে জানার জন্য শেয়ার করুন।
👉 প্রতিদিন সনাতন ধর্মীয় মূলক পোষ্ট ও ভজন কীর্তন ভিডিও দেখতে পেজটিকে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
👉 আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ👉 সনাতন ধর্সস-Sanatan Dharma গ্রুপটিতে জয়েন করুন এবং আপনার বন্ধুদেরকে এড করুন।
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
মন্ত্র- কি ?
"মননাৎ ত্রায়তে যস্মাৎ তস্মাৎ মন্ত্র উদাহৃতঃ।" যাহার মননের দ্বারা, চিন্তার দ্বারা, ধ্যানের দ্বারা সংসার-সাগর হইতে উর্ত্তীর্ণ হওয়া য...

Popular
-
"মননাৎ ত্রায়তে যস্মাৎ তস্মাৎ মন্ত্র উদাহৃতঃ।" যাহার মননের দ্বারা, চিন্তার দ্বারা, ধ্যানের দ্বারা সংসার-সাগর হইতে উর্ত্তীর্ণ হওয়া য...
-
লোকনাথ নাম রাখিল গুরুভগবান। ১ প্রেমবতার(তুমি) ঠাকুর(তুমি) নারায়ণ।। ২ অগতির গতি (তুমি)তুমি লোকনাথ। ৩ সুরলোকে ছিলে তুমি হয়ে বিশ্বনাথ।। ৪ ন...
-
আজ শুভ দোল পূর্ণিমা এবং ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি ও গৌর পূর্ণিমা। আসুন সকলে জেনে নিই দোল পূর্ণিমা বা হোলি কি ? হিন্দু ধর্ম ...
Pages |
|
No comments:
Post a Comment